২৬ মে, ২০২৩ ১৯:৩৫

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গায় জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় জনসমাবেশ করছে বিএনপি। শুক্রবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাব চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি নিতাই রায় চৌধুরী। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ। জনসমাবেশে জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর