৩০ মে, ২০২৩ ২০:০৬

দুই কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দুই কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে ফতুল্লার শিয়াচরে দুই কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা মো. সবুজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত মধ্যরাতে তাকে ফতুল্লার শিয়াচর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মো. সবুজ মিয়া (৩৮) কুড়িগ্রাম জেলার উলিপুর আকনপাড়া রামনাছড়ার মো. সাইফুর রহমানের পুত্র ও ফতুল্লা মডেল থানার শিয়াচর মনির হোসেনের ভাড়াটিয়া।

এ ঘটনায় দুই কিশোরীর মা বাদী হয়ে গ্রেফতারকৃত সবুজ মিয়াকে অভিযুক্ত করে দুই মেয়েকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি ধর্ষণের মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ৮ বৎসর পূর্বে বাদীর প্রথম স্বামীর সাথ বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়। সে সংসারে দুটি কন্যা সন্তানের জন্ম হয়। পরবর্তীতে সে বিচ্ছেদের এক বছর পর সবুজ মিয়াকে বিয়ে করে। বিয়ের পর থেকে শিয়াচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় একটি গার্মেন্টেসে কাজ  করে আসছিলো।
অপরদিকে সবুজ মিয়া একটি ছাপা কারখানায় কাজ করে আসছিলো। নির্যাতিত কিশোরী মেয়ে দুটি তাদের স্বজনদের বাসায় বসবাস করতো। রোজার মধ্যে তারা মায়ের নিকট চলে আসে এবং একই বাসায় বসবাস করে আসছিলো।
২৮ মে সকাল ১০টার দিকে বাদীর বড় মেয়ে রান্নার কাজে রান্না ঘরে ব্যস্ত থাকায় ঘরে একা পেয়ে সবুজ মিয়া জোরপূর্বক ছোট মেয়েকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। এসময় বাদী নিজ কর্মস্থলে ছিলো।

একই কায়দায় সন্ধ্যা সাতটার দিকে দ্বিতীয় দফায় আবারো বাদীর ছোট মেয়েকে ধর্ষণ করে সবুজ মিয়া। বাদী কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে তাকে ছোট মেয়ে বিস্তারিত জানিয়ে দেয়।
পরে তার বড় মেয়ে তাকে জানায়, ভয়ভীতি দেখিয়ে ২৩ ও ২৪ মে রাত ১১টার দিকে পরপর দুই রাতেই ঘরের ভিতরে তাকে ধর্ষণ করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, কিশোরী দুই বোনকে কয়েক দিনের ব্যবধানে একাধিকবার ধর্ষণ করে তাদেরই সৎ বাবা। সোমবার রাতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সৎ বাবা ধর্ষণের কথা স্বীকার করছে। এ বিষয়ে পৃথক পৃথক দুটি ধর্ষণ মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর