ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিম বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলেনের সাথে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন।
বুধবার (০৭ জুন) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। । নিহতরা হলেন- গাড়ির চালক মো. সোহাগ। তিনি চট্টগ্রামের ডাবল মুরিং থানার পাহাড়তলীর ১২ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে। অপরজন পিকআপ হেলপার মো. জহির। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শুভগঞ্জ ইউনিয়নের মো. মুনতাহারের ছেলে।
মুহুরিগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, ডিমবোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের আইলেনের সাথে ধাক্কা লেগে যাওয়ায় চালক ও হেলপার মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        