নরসিংদীর রায়পুরায় ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাধানগর ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে উপজেলার রাধানগর ইউনিয়নের গোলাম মাওলা (রহঃ) সাহেবের মাজারের মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সময় ঐতিহাসিক ৬ দফা দিবসের তাৎপর্য তুলে ধরে জনগনকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার।
রাধানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি মো: নূরুন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলী আহমেদ দুলু, জেলা পরিষদের সদস্য রাজিব আহমেদ, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানজিদা সুলতানা নাছিমা, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।
অনুষ্ঠানের উদ্বোধক রিয়াদ আহমেদ সরকার বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জন্য অনেক কাজ করেছেন। সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যটি দেখা দিয়েছে তা অচিরেই সমাধান হয়ে যাবে। কাজ করার জন্য সরকারকে সময় দিতে হবে। আসছে নির্বাচনে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানান।
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফজাল হোসাইন বলেন, এমপি রাজুর নির্দেশে রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়েজ উদ্দিন মেম্বার পূর্ব নিধারিত স্থানে আমাদের সভা করতে দেয়নি। আমরা সাহেবের বাজারে ৬ দফার আলোচনা সভা স্থান ঠিক করেছে। সেখানে তারা সভা করতে দেয়নি। পরে আমরা সাহেবের মাজারের মাঠে সভা করেছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        