৯ জুন, ২০২৩ ২০:১৪

ভোলায় জাতীয় বিজ্ঞান মেলা

ভোলা প্রতিনিধি

ভোলায় জাতীয় বিজ্ঞান 
মেলা

ভোলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আজ শুক্রবার বিকালে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলাস্কুল) প্রাঙ্গনে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী। মেলায় ৩০টি প্রতিষ্ঠানের শতাধিক ক্ষুদে বিজ্ঞানী তাদের আবিষ্কৃত প্রজেক্ট প্রদর্শন করে। 

ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী আবিষ্কার নিজের তৈরি ড্রোন, ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদ সদস্য মামুন ইসলামের রিমোট কন্ট্রল নৌযান ও নদীতে অটো জাল ফেলা ও তোলা, মনন রায়ের নৌযানে জ্বালানী সাশ্রয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির আফিয়ার আবিষ্কার দৃষ্টি প্রতিবন্ধীর জন্য নিরাপদ লাঠি ও চশমা উপস্থিত সকলের নজর কাড়ে। 

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসাক রিপন কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার দীপক কুমার হালদার,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, অধ্যক্ষ সাফিয়া খাতুন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভোলা কলেজের সহকারী অধ্যাপক ফজলে এলাহী।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর