বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘বাংলাদেশ প্রেস কাউন্সিলের সনদপ্রাপ্তরাই শুধু সাংবাদিক হিসেবে গণ্য হবেন। সারাদেশের সুসাংবাদিকদের এক ছাতার নিচে নিয়ে আসা হবে। খুব শিগগিরই সাংবাদিকদের ডাটাবেজ প্রকাশ করা হবে।’
শুক্রবার দিনব্যাপী ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত আমরা ২২টি জেলার সাংবাদিকদের তথ্য পেয়েছি। বঙ্গবন্ধু সাংবাদিকদের ভালোবেসে ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে প্রেস কাউন্সিল সাংবাদিকদের সুখ দুঃখে পাশে থেকেছে। প্রেস কাউন্সিল একটি শক্তিশালী কমিটি নিয়ে কাজ করছে। অচিরেই দেশের সকল সুসাংবাদিককে শৃঙ্খলায় নিয়ে আসতে সক্ষম হবে বাংলাদেশ প্রেস কাউন্সিল।’
ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সদস্য ও গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, নাগরিক টিভির বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ময়মনিসংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সহ-সভাপতি মোশারফ হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর মোস্তফা, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম মুজিব প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গফরগাঁও সার্কেল অ্যাডিশনাল এএসপি আফরোজা নাজনীন, ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন প্রমুখ। ওই প্রশিক্ষণ কর্মশালায় ভালুকা প্রেসক্লাব, ত্রিশাল প্রেসক্লাব ও গফরগাঁও প্রেসক্লাবের ৬৬ জন সাংবাদিক অংশগ্রহণ শেষে সনদপত্র গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ