বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর আঘাত করে। খুঁটিটি ভেঙে বাসটি রাস্তার পাশে পড়ে গেলে অনেকে আহত হয়েছেন ।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে মোরেলগঞ্জ নব্বই বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে।বাসটি শরণখোলা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে মোরেলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পরিবহন চলাচল এক ঘণ্টা পরে স্বাভাবিক হয়। বাসে থাকা আহত যাত্রী মনিরা বেগম বলেন, বাসটি বেপরোয়া গতিতে চলতে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে বিদ্যুতের খাম্বার ওপর আঘাত করে।
পরিবহনের ধাক্কায় গুরুতর আহত ভ্যান চালক ছোটপরি গ্রামের ফজলুর রহমানকে(৬০) উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরই বাসের চালক, হেলপার, সুপারভাইজার পালিয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগীতায় বাসটি উদ্ধারের কাজ চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল