অচিরেই পদ্মাসেতুর ওপর দিয়ে ট্রেন বেনাপোল হয়ে কলকাতায় যাবে। আগামী জুনেই ট্রেনে চড়ে বেনাপোল ফেরার স্বপ্ন বাস্তবায়ন হবে।
বাংলাদেশ সরকারের রেল যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির শুক্রবার দুপুরে বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে এসে এই কথা বলেন। তিনি রেল যোগে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের লোড-আনলোড স্বচক্ষে দেখার জন্য বেনাপোলে ছুটে আসেন। বেনাপোলের আমদানি ও রপ্তানিকারক সমিতির সদস্য এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথেও মত বিনিময় করেন তিনি।
ব্যবসায়ীদের দাবির মুখে রেলসচিব রেল লাইন সম্প্রসারণ, রেলস্টেশন আধুনিকীকরণ, ঢাকা কলকাতা ভায়া মাওয়া রুটে ট্রেন চলাচল খতিয়ে দেখা, স্টেশনের দক্ষিণ পাশে জমি অধিগ্রহণ করে নতুন নতুন শেড নির্মাণ পূর্বক আইসিডি গড়ে তোলা হবে বলে জানান।
এ সময় যশোরের জেলা প্রশাসক তমিজউদদীন আহমেদ, পশ্চিম রেলের প্রধান ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র, এসিল্যান্ড ফারজানা আক্তার, বিজিবির উপ অধিনায়ক সেলিমুজ্জামান, কুষ্টিয়া জোনের রেল পুলিশের এসপি মজনুর রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া, ব্যবসায়ী মফিজুর রহমান সজনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল