প্রাণের ভয়ে প্রায় ৩৭ দিন ধরে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের রাজবল্লভ গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (২৮) এর পরিবার। তিনি এর প্রতিকার চেয়ে রবিবার দুপুরে রংপুর সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৭ মে সকালে এবং ১৮ মে দুপুরে দু’দফায় আমাদের বাড়ি-ঘর ভাংচুর করা হয়। ঘরের আসবাবপত্র, হাস-মুরগি, স্বর্ণ, নগদ টাকা লুটপাট করে নেয় প্রভাবশালী একটি মহল। গরু বিক্রয় করার টাকাও নিয়ে যায় তারা। সাতদরগা এলাকার চাঞ্চল্যকর কারেন্ট বাবলু হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে এসে এই তাণ্ডব চালায় বলে তিনি অভিযোগ করেন। তিনি থানায় যেতেও ভয় পাচ্ছেন।
তিনি আরও বলেন, অংশিদারিত্ব জমি বুঝিয়ে না দিয়ে আমার বসতবাড়ির উপর দিয়ে রাস্তা তৈরি করার অপচেষ্টা চালায়।তিনি আশঙ্কা করেন বাড়িতে গেলেই হত্যা করা হতে পারে। তাই পালিয়ে বেড়াচ্ছেন। তিনি লুণ্ঠিত মালামাল ফেরত পেতে প্রধানমন্ত্রীসহ রংপুরের পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুয়ারা বেগমের বড় বোন মোছা: নুরেজা বেগম ছেলে আব্দুল্লাহ এবং বাবা মো: গুলু মিয়া।
বিডি প্রতিদিন/হিমেল