পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটি এবং যাত্রী ও পন্য পরিবহন কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বিএমপি’র সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার ও মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম।
সভায় বিআরটিএ’র বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, ট্রাফিক বিভাগের উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত, সিটি করপোরেশনের প্রতিনিধি মোস্তফা জামানসহ মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং মেট্রোপলিটন সড়ক পরিবহন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘর মুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবহন সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক পথে শৃঙ্খলা রক্ষা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত গতিসীমা রোধ, মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ও পন্য বহন বন্ধকরণ এবং মোটরযান চালনাকালে হেডফোন ও মুঠোফোন চালনা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এছাড়াও রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন এবং ফিটনেসহীন যানচলাচল বন্ধ করতে কঠোর নির্দেশ দেন বিএমপি কমিশনার।
বিডি প্রতিদিন/এএম