মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারী ও সুন্দরবনের আত্মসমর্পণকারী সাবেক বনদস্যুদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের নিচে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের ৩০৫০ জনসহ বন্দরের বার্থ শিপ অপারেটর এসোসিয়েশনের আরো এক হাজার জেটি শ্রমিকদের মাঝে এসব বিতরণ করা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী এসব ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময়ে মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এসোসিয়েশনের উপদেষ্টা মোস্তাক আহমেদ মিঠু, সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি এম,এ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু ও মোংলা বন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খাঁন, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
একই দিন সকালে মোংলা বন্দরের পিকনিক কর্ণার এলাকায় সুন্দরবনের আত্মসমর্পণকারী ৭৭ জন সাবেক বনদস্যুকে ঈদুল আজহা উপলক্ষে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিসমিস, জিরা, এলাচ, দারুচিনি, পেয়াজ, আলু ও বাদামসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন র্যাব-৮এর উপ অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর। এসময়ে র্যাবের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল