২৬ জুন, ২০২৩ ১১:৪০

ভৈরবে হেরোইন ও ইয়াবাসহ চারজন গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ভৈরবে হেরোইন ও ইয়াবাসহ চারজন গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে হেরোইন ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যায় ভৈরবের পঞ্চবটি এলাকায় অভিযানটি চালানো হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে ডিবির একটি দল পঞ্চবটি এলাকায় অভিযান চালায়। এ সময় ৭৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে। তারা হলেন ভৈরবের পঞ্চবটি বৌবাজার এলাকার মৃত কাদির বাবুর্চির ছেলে খোকন (৩৫), পঞ্চবটি পুকুরপাড় এলাকার মৃত বাহার মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩২), ভৈরবের আমলাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সোহেল (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার রঘু মিয়ার ছেলে রুবেল (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর