টাঙ্গাইলে গণমাধ্যমকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, টাঙ্গাইল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আবদুর রহিম প্রমুখ।এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন