২৭ জুন, ২০২৩ ১৭:১৯
সুন্দরবন

নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকারের চেষ্টা, ১৪ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি

নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকারের চেষ্টা, ১৪ জেলে আটক

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ অনুপ্রবেশের করে কীটনাশক দিয়ে মাছ শিকারের চেষ্টাকালে ১৪ জেলেকে আটক করা হয়েছে। 

সোমবার (২৫ জুন) সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের মাঝের কিল্লা খাল থেকে এসব জেলেদের আটক করেন বনরক্ষীরা। 

আটক জেলেদের কাছ থেকে একটি ফিশিং ট্রলার, দুই বোতল কীটনাশক ও জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। মঙ্গলবার (২৬ জুন) বিকালে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর এসব জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আটক জেলেরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের শাহ আলম সরদার (৪৫), একই গ্রামের আলাউদ্দিন বাওয়ালী (৫০) ও সজীব হাওলাদার (৩৫), আ. হান্নান (৩৫), বড় আন্দারমানিক গ্রামের রুহুল আমিন শিকদার (৪০), বিষখালী গ্রামের বিল্লাল মোল্লা (৩০), মোরেলগঞ্জ উপজেলার পূর্ব আমতলী গ্রামের আবুল বাশার  (৪৮), ফাসিয়াতলা গ্রামের বিল্লাল হাওলাদার (৩০), একই গ্রামের ছগির শিকদার (৪০) ও মাহাবুব হাওলাদার (৪৫), আমতলী গ্রামের শাহাদত হাওলাদার (৩৫), পশ্চিম বরিশাল গ্রামের জাহাঙ্গীর সরদার (৪০) এবং বাগেরহাট সদরের মুনিগঞ্জ গ্রামের আ. ছত্তার (৫০) ও পাটপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদার (৪০)। 

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুবুর রহমান জানান, বন্যপ্রাণি ও মাছের প্রজনন মৌসুমের কারনে ৩ মাসের জন্য বনজীবী ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ অনুপ্রবেশকারীরা কীটনাশক দিয়ে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে। এমন তথ্যের সোমবার সন্ধ্যায় স্মার্ট প্রেট্রোলিং টিম ও দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীদের যৌথ অভিযানে একটি ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করা হয়। এসময়ে দুই বোতল কীটনাশক ও জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। মঙ্গলবার বিকালে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর