ফরিদপুরের সদর উপজেলার নদী ভাঙ্গন কবলিত চরাঞ্চলের অসহায় ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এর আয়োজনে এবং ইসলামিক রিলিফের সহযোগিতায় শুক্রবার সকালে ডিক্রিরচর ইউনিয়নের চর টেপুরকান্দি এফডিএ অফিস ও চরমাধবদিয়ার হাজারবিঘা প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে এ মাংস বিতরণ করা হয়। মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, বিএফএফের এর নির্বাহী পরিচালক ফজলুল হাদী সাব্বির, এফডিএ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম। ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল, ডিক্রিরচর, চরমাধবদিয়া ও অম্বিকাপুর ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        