৪ জুলাই, ২০২৩ ১৬:২৫

রংপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ডেঙ্গু আক্রান্ত
রোগীর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তিনি মারা যান। হাসপাতালে আরও ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। তারা সকলেই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রংপুরে এসে চিকিৎসা নিচ্ছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, রংপুর সদর হাসপাতালের কলোনির বাসিন্দা হরিজন মানু লালের পুত্র বুলেট (৩৮) ঢাকায় কাজ করত। সেখানে ডেঙ্গু আক্রান্ত বাড়িতে চলে আসে। অবস্থার অবনতি হলে তাকে সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে বুলেট মারা যান। 

হাসপাতালের পরিচালক ডা. ইউনুস আলী জানান, বুলেট একদিন আগে জ্বর নিয়ে ভর্তি হয়েছিল।  হাসপাতালের ওয়ার্ডে এখন ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর