৬ জুলাই, ২০২৩ ০৫:৪১

নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক

নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ পারভেজ কাজীকে (৪৮) সোমবার সকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। 

পারভেজ বয়রা গ্রামের খোরশেদ কাজীর ছেলে। আহত পারভেজকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা পারভেজ কাজী পার্শ্ববর্তী সারোল বৌবাজার থেকে বাজার করে ভ্যানে বাড়ি ফেরার পথে বয়রা গ্রামের নুর মিয়া কাজীর বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের প্রতিপক্ষ গ্রুপের ৭/৮ জন ভ্যানের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে দুই পাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। এ সময় পারভেজের ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর