৬ জুলাই, ২০২৩ ১৪:২৮

জাতির পিতার সমাধিতে যুব মহিলা লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতির পিতার সমাধিতে যুব মহিলা লীগের শ্রদ্ধা

বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা যুব মহিলা লীগের সভাপতি পর্শিয়া সুলতানা, সাধারণ সম্পাদক নাহিদা খান মলির নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেখানে নেতৃবৃন্দ কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মসাৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাইয়েদা আক্তার পাপিয়া, সাধারণ সম্পাদক বেদারা আক্তার আইরিন, টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সোফিদা আক্তার জোনাকি, সাধারণ সম্পাদক মাহমুদা খান, কোটালীপাড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাবানা খান জেস, সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসসহ গোপালগঞ্জ জেলার সকল ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর