৬ জুলাই, ২০২৩ ১৯:২৭

দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের পুনর্ভবা নদীতে ডুবে রায়হান ও সিফাত নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা পাড়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতে গিয়ে নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের রাজাপাড়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রায়হান (৫) দিনাজপুর পৌরশহরের গোবরাপাড়া এলাকার ঝাউপাড়ার জহুরুল ইসলামের ছেলে এবং সিফাত (৪) একই এলাকার বাবুর ছেলে। রায়হান ও সিফাত সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জহিরুল ইসলামের ভাই রিঙ্কুর (চাচা) সঙ্গে পূনর্ভবা নদীতে মাছ ধরা দেখতে যায় রায়হান ও সিফাত। কিছুক্ষণ পরে তাদের বাসায় রেখে আবার মাছ ধরতে যায় রিঙ্কু। পরে শিশু রায়হান ও সিফাত আবারো মাছ ধরা দেখতে গেলে পা পিছলে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে ও তার পরিবারকে খবর দেয়। পরে তাদের দিনাজপুর এম আর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী স্বপন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর