৯ জুলাই, ২০২৩ ১৬:১৫

নওগাঁয় অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নওগাঁয় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে শহরের বাইপাস এলাকায় ছোট যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, বাইপাস এলাকায় ছোট যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় মরদেহের পরনে একটি কালো প্যান্ট ছিল। তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি। মরদেহটি বেশ কয়েকদিন আগের বলে মনে হচ্ছে। ফলে শরীরের বেশিরভাগ অংশে পচন ধরেছে।

ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। তবে ৭২ ঘণ্টা অপেক্ষার পর যদি পরিচয় শনাক্ত না হয়, সেক্ষেত্রে স্থানীয় সরকারি কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর