খাগড়াছড়িতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু হয়ে র্যালিটি মহিলা কলেজ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠানে এসে শেষ হয়।
পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কারিগরি প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছে। তিনি শিক্ষার্থীদের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
সভায় সঞ্চালনা করেন শিক্ষক সাদেকুর রহমান। আলোচনা সভা ও র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই