গাজীপুরের কালীগঞ্জে বদ্ধ ঘর থেকে রমজান ফকির (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রমজান উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামের মৃত ফালু ফকিরের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মো: ফায়েজুর রহমান জানান, উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামের ওই যুবকের নিজ ঘর থেকে দুর্গন্ধ পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে আটকানো বদ্ধ ঘর থেকে দুর্গন্ধ পাওয়া যায়। পরে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ফ্লোরের বিছানা থেকে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তার মানসিক সমস্যা ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্ত স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম