২ আগস্ট, ২০২৩ ১২:৪৫

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে পুলিশ উপজেলার গুচ্ছ গ্রাম রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আব্দুর রহমানসহ তার আরও দুই বন্ধু মিলে ট্রেনে করে ঢাকায় ঘুরতে যান। ওইদিন রাতে ফাহিম ও জিহাদ তাদের পরিবারকে ফোন করে জানায় যে তারা ঢাকার কমলাপুর রেলস্টেশনে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তারা রাতে রাজশাহীগামী কোনও একটি ট্রেনে উঠে উল্লাপাড়া ঘাটিনা ব্রিজ পাড় হয়ে নিজ এলাকার কাছাকাছি চলে আসে। হয়তো এসময় চলন্ত ট্রেন থেকে নামার উদ্দেশ্যে আব্দুর রহমান লাফ দিয়ে মারা যান। তবে এখন পর্যন্ত বাকি দু’জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রূপ সাহা জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে নামার উদ্দেশ্যে ঝাঁপ দেওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর