৭ আগস্ট, ২০২৩ ১২:২০

মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে ফুলগাজীর ৬ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি

মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে ফুলগাজীর ৬ গ্রাম প্লাবিত

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে ফুলগাজী উপজেলার ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। আজ সকালে ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও উত্তর বরইয়ার দুটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। বর্তমানে পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ে পানি প্রবেশ করায় নষ্ট হচ্ছে ফসলি জমি, মাছের ঘেড়, রাস্তাঘাট, ঘরবাড়ি।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে বাঁধের অংশে ভাঙন দেখা দিলে তারা গাছ কেটে, মাটি দিয়ে ভাঙন রোধের চেষ্টা করেও রুখতে পারেনি। পানির প্রচন্ড বেগে বাঁধের ভাঙন সৃষ্টি হয়। এতে ভাঙা বাঁধের আশপাশের উত্তর বরইয়া, বনিক পাড়া, বিজয় পুর, কিসমত বিজয়পুর, বসন্তপুর, জগতপুর গ্রামে বানের পানি ঢুকে পড়ে ।

এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে ৭৩১ কোটি টাকা ব্যায়ে একটি মেগা প্রকল্প মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় আছে। সেটি পাস হলেই এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান ভূঞা বলেন, ১২২ কিলোমিটার নদীটির অনেক অংশই ঝুঁকিপূর্ণ। নদিটিতে যে পানি আছে তা ধরে রাখার ধারণ ক্ষমতা নদিটির নেই। পানি সম্পূর্ণ নেমে যাওয়া ছাড়া মেরামতের কোন সুযোগ নেই। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ৫ শত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর