পাবনার সাঁথিয়ায় শেখ শাহানুর রহমান (৩২) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপ্রক্ষ দুর্বৃত্তরা। বুধবার দুপুরে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্ডিপুর রেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত শেখ শাহানুর রহমান পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের আবু বক্কর শেখের ছেলে। তিনি আহম্মদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের কর্মী। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘটনাস্থল কাশিনাথপুর এবং আহমেদপুর পাশাপশি হওয়ার কারনে তারা সবাই কাশিনাথপুর বাজারে আড্ডা দিত। পূর্ব কোন বিরোধের জের ধরে চন্ডিপুর এলাকার মানিক ও মনিরসহ কয়েকজনের সাথে নিহত শাহানুরের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে শাহানুরকে একা পেয়ে তারা কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতবস্থায় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছে। সেই বিরোধের কারনেও পরিকল্পিত ভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে কিনা আমরা খতিয়ে দেখছি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যেই মানিক হোসেন (৫০) ও মনির হোসেন (৩২) নামের দুইজনকে আটক করা হয়েছে। তারা চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
বিডি প্রতিদিন/এএম