বরিশাল জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী ও উজিরপুর এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক বিভাগকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী প্রায় প্রত্যেকে মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মুলে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার দাবি জানান। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনারদের (ভূমি) বেশি করে মাদক বিরোধী ভ্রাম্যমণি আদালত পরিচালনার নির্দেশ দেন। সভায় উপস্থিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, মাদকের ব্যবহার বেশি হয় হয় রাতে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট না পাওয়ায় রাতে মাদক বিরোধী জোরালো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছে না। এ বিষয়ে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়া মহানগর ও জেলায় চুরি-ডাকাতি ও ছিনতাই রোধে মেট্রোপলিটন ও জেলা পুলিশকে তাদের নিয়মিত টহল জোরদার করার নির্দেশ দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ান আহমেদ, বিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন কবির সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন