১৪ আগস্ট, ২০২৩ ২২:০৭

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবেলটসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। 

আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ মিস্ত্রী পাড়ার আব্দুল মোনাফের ছেলে মোহাম্মদ তৈয়ব (৩৮)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৪ আগস্ট) ভোরে থানা এলাকায় দীর্ঘ ১২ ঘণ্টা অভিযান পরিচালানা করে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ তৈয়বকে (৩৮) আটক করা হয়। টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়ার আটক আসামির বসত ঘরের সামনে থেকে সাক্ষীদের সামনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবেলটসহ উদ্ধার করা হয়। 
এ ব্যাপারে টেকনাফ মডলে থানার মামলা রুজু করা হয়। 

তিনি আরো জানান, আটক আসামিকে বিজ্ঞ আাদালতে সোপর্দ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর