- হোম
- দেশগ্রাম
- মাগুরায় জাতীয় শোক দিবস পালিত...
অনলাইন ভার্সন
মাগুরায় জাতীয় শোক দিবস পালিত
মাগুরা প্রতিনিধি
জেলা প্রশাসন ও নানা সংগঠনের ব্যবস্থাপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় নোমানী ময়দান মাঠে মুক্তিযুদ্ধের বীর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা প্রশাসক আবু নাসের বেগ, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমন্ডার এস এম আব্দুর রহমান, সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ানসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়া শহরের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
বিডিপ্রতিদিন/কবিরুল