১৬ আগস্ট, ২০২৩ ১৯:৪৭

সরকারি ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবিতে অনির্দিষ্ট কালের ধর্মঘট শুরু

বাগেরহাট প্রতিনিধি

সরকারি ম্যাটস শিক্ষার্থীদের চার দফা 
দাবিতে অনির্দিষ্ট কালের ধর্মঘট শুরু

দেশের সব সরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবি আদায়ে একযোগে ক্লাস পরীক্ষা বর্জন করে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হরেছে। বাগেরহাটেও ম্যাটস শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন করে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করেছে। সকালে বাগেরহাট ম্যাটস ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড় হয়ে অনির্দিষ্ট কালের ধর্মঘট শুরু করে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে দুপুরে দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবরে বাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডা. শংকর কুমার ঘোষের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, ম্যাটস থেকে পাশ করা শিক্ষাথীদের সরকারি স্বাস্থ্য বিভাগে চাকুর প্রদান ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বুধবার থেকে বাগেরহাটসহ দেশের সরকারি ১৩টি ম্যাটসের সব শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন করে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট চলবে বলে জানান শিক্ষার্থীরা। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর