টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী শাহিদা আক্তারকে (৪৫) দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী সোনা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে ধামরাই উপজেলার কেলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সে সখীপুরের দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু কারিগড় পাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে। হত্যার ঘটনার এক বছর পর স্বামী সোনা মিয়াকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ ও টাঙ্গাইল ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে গত বছরের ১৯ সেপ্টেম্বর সখীপুরের কৈয়ামধু গজারি বনের পাশে স্ত্রী শাহিদা আক্তারকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে স্বামী সোনা মিয়া। এ ঘটনার পর থেকেই সে পালিয়ে বেড়ায়। লোমহর্ষক এবং চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সখীপুর থানা পুলিশ ও ডিবি পুলিশ আসামি সোনা মিয়াকে গ্রেফতার করে।
সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে হত্যা করার কথা আসামি নিজের দোষ স্বীকার করেছে। আসামিকে আদালতে প্রেরণ করার সকল কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/হিমেল