রংপুরের পীরগাছা উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
র্যাব জানায়, চলতি বছরের ১৮ মার্চ পীরগাছা উপজেলার ব্রাক্ষনিকুন্ডাস্থ হাজী কৃষি খামারের পার্শ্ববর্তী এলাকায় শের আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধৃত আসামি টাকার লোভে, অন্যের প্ররোচণায় এবং ভেজাল জমি ক্রয়কে কেন্দ্র করে শের আলীকে অপহরণ করেন। এরপরে অমানবিক নির্যাতনসহ হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে গত ১৯ মার্চ পীরগাছা থানায় ১টি হত্যা মামলা করেন। ঘটনার পরপরই আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। বিষয়টি নিয়ে র্যাব-১৩, রংপুর ছায়া তদন্ত শুরু করে।
গত ২৯ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও কাচপুর উত্তরপাড়া হতে আসামি মোঃ আদম আলী (৫৮) এবং গত ৩ জুলাই কমল নামে আরও একজনকে মিঠাপুকুর থেকে গ্রেফতার করে। এরই ধারাবাহিকতায় র্যাব সদস্যরা বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেলার মির্জাপুর ছাবর্তা এলাকা হতে হত্যা মামলার আসামি পীরগাছা উপজেলার মজিবর রহমানের পুত্র মোঃ লাভলু মিয়াকে গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করে যে, ভিকটিম শের আলীকে নির্মমভাবে হত্যা করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।বিডি প্রতিদিন/এএ