২৭ আগস্ট, ২০২৩ ১৩:৩৪

ভাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় রুমা বেগম (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার রাতে মরদেহটি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল দিঘীরপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

রুমা বেগম উক্ত এলাকার টোকন মাতব্বরের স্ত্রী এবং মাদারীপুর জেলার রাজৈর উপজেলার চানপট্টি গ্রামের কুদ্দুস মাতব্বরের মেয়ে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের মামা মো. আলী আকবর বলেন, রুমা বেগমের ১৫ বছর আগে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার টোকন মাতব্বরের সঙ্গে বিয়ে হয়। তারা ঢাকার বাড্ডা এলাকায় থাকে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, তার ভাগনি রুমাকে তার স্বামী নির্যাতন করত। গোপনে সে আরেকটি বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার বিকেলে একটি অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে এনে তার মরদেহ টোকন মাতব্বরের বাড়ির পাশে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়। তার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় রুমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্ত করার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর