বরিশালের গৌরনদীতে রান্না ঘরে এক সন্তানের জননী নওমুসলিম সাথী আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী কওমী মাদ্রাসা সংলগ্ন একটি বাড়ির রান্নাঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সে ওই উপজেলার বার্থী গ্রামের আলামিন সরদারের স্ত্রী।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ