৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:২২

গাজীপুরে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
গাজীপুরে কালীগঞ্জের একটি বিল থেকে এক বৃদ্ধের অর্ধগলিত উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রাম সংলগ্ন দতির বিল থেকে বিকৃত ওই লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ৬০ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। 
 
কালীগঞ্জ থানার ওসি ফায়েজুর রহমান জানান, কালীগঞ্জের ওই বিলে মাছ শিকার করতে গিয়ে কয়েক ব্যক্তি পানিতে অর্ধগলিত এক ব্যক্তির উলঙ্গ লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। তবে কয়েকদিন আগে স্থানীয় এক মানসিক প্রতিবন্ধি নিখোঁজ হন। উদ্ধারকৃত লাশটি ওই ব্যক্তির কিনা তা সনাক্তের জন্য স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 
 
গাজীপুর পিবিআই’র পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন খান জানান, লাশটিতে পঁচন ধরেছে। তার আঙ্গুলের চামড়া না থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। 
 
বিডি প্রতিদিন/এএম
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর