যমুনাসহ শাখা নদীগুলোর পানি কমতে শুরু করলেও জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখননো পানিবন্দি অবস্থায় রয়েছেন ৪০ হাজারেও মানুষ।
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার করে রবিবার সন্ধ্যা পর্যন্ত বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরাম নদীর পানিও কমতে শুরু করেছে। পানি কমলেও যমুনা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদী তীরবর্তী দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি উপজেলার ২৫টি ইউনিয়নে প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন।
ঘরে পাানি থাকায় অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। পানির নিচে তলিয়ে আছে প্রায় ৩ হাজার হেক্টর রোপা আমন ধানের ফসলি জমি। স্থানীয় সড়কগুলো বন্যার পানিতে ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যাতায়াত, বন্ধ রয়েছে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৩ মেট্রিক টন চাল ও দুই হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য ও গো-খাদ্য ক্রয়ের জন্য ৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত