৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:০৯

বিয়ের আসর পণ্ড করলেন ইউএনও, কনের বাবাকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

বিয়ের আসর পণ্ড করলেন ইউএনও, কনের বাবাকে জরিমানা

রান্নাবান্না শেষ। বধূ সাজে বরের জন্য অপেক্ষা করছে এক কিশোরী (১৪)। সকল প্রস্তুতি সম্পন্ন করে প্যান্ডেল সাজিয়ে বর যাত্রীদের অপেক্ষায় সময় গুনছেন কনে বাড়ির লোকজনও। এমন সময় বিয়ে বাড়িতে হাজির হন ম্যাজিস্ট্রেট। কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ের আসর পণ্ড করে দেন তিনি।

এ ছাড়া বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না, মর্মে নেওয়া হয় মুচলেকা।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের নন্দনালপুর বাজার এলাকায় সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই কিশোরী সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, ১৪ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে বিয়ের আসর ভেঙে দেওয়া হয়েছে। বাল্যবিয়ের আয়োজন করাই বাল্যবিবাহ নিরোধ আইনে কিশোরীর বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর