ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে যুবলীগের উদ্যোগে লিফলেট বিতরণ, মশা নিধনের ঔষধ ছিটানো ও মশারি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের উদ্যেগে পৌরসভার বিভিন্ন স্থানে এই কর্মসূচি হয়। এ সময় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ, ভালুকা বাজার, সাবরেজিস্ট্রি অফিস, পাঁচ রাস্তার মোড়, গফরগাঁও রোড, উপজেলা পরিষদ চত্বরে মশক নিধনের ঔষধ ছিটানো ও ছিন্নমূল মানুষের মাঝে একশত মশারি বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহরিয়ার হক সজিব বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ভালুকা পৌরসভার ময়লাযুক্ত স্থানে মশক নিধনের ঔষধ ছিটানো, লিফলেট বিতরণ ও ছিন্নমুল মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। সবার সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। তাই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল