মুন্সীগঞ্জে সিরাজদিখান ইটভাটার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে পাঁচ পুলিশ সদস্য ও নারীসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লা কান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটাবিদ্ধ হয়ে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ইটভাটা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ নাসির মেম্বার গ্রুপ ও নুরু বাউল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করে এর আগেও কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয় গ্রুপ দুটি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুরো ইউনিয়নজুড়ে আতঙ্ক বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব জানান, গুটি কয়েক মানুষের কারণে এখানে দ্বন্দ্ব হয়। তবে অধিকাংশ মানুষই শান্তি চায়। অধিকাংশ মানুষই আমাদের সাহায্য সহযোগিতা করছে। কয়েকজন আছে, যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আধিপত্য বিস্তার করতে চায়, সমাজের শান্তি নষ্ট করতে চায়। আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই