৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৪৮

প্রজন্ম ’৭১ কিশোরগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রজন্ম ’৭১ কিশোরগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

প্রজন্ম ’৭১ কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সভায় এ কমিটি গঠন কর হয়। 

শহিদ সন্তান হারুন আল রশীদকে সভাপতি ও আক্তারুজ্জামান ভূঞা রিপনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন ও অনুমোদিত হয়।

কমিটির অন্য পদগুলোতে রয়েছেন যথাক্রমে সহ সভাপতি মো. শামছুজ্জামান ভূঞা রিটু, সাইফুর রহমান খান মেজবাহ ও মো. জামিল আনসারি, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরি রাণী দেবী ও মো. শওকত আলী, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া আক্তার হেনা, অর্থ সম্পাদক আসাদুজ্জামান রুমেল, প্রচার সম্পাদক শহীদুর রহমান খোকন, দপ্তর সম্পাদক সুবল চন্দ্র বসাক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রশান্ত কুমার পণ্ডিত, শহিদ পরিবার কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, কার্যনির্বাহী সদস্য সঞ্জিত কুমার নাহা, জাহাঙ্গীর আলম জাহান, ওমর ফারুক ভূঞা, মোর্শেদা জাহান লিপি, দেবব্রত দাস দেবু, দিলীপ কুমার ধর, মঞ্জুরুল হক হীরা, বিকাশ চন্দ্র রায়, শওকত হোসেন দীপক ও মো. ইছহাক ভূঞা।

শহিদ সন্তান সঞ্জিত কুমার নাহার সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, প্রজন্ম ’৭১ কেন্দ্রীয় কমিটির সভাপতি আসিফ মুনীর তন্ময়, সাংগঠনিক সম্পাদক আলী মর্তুজা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ নজরুল ইসলাম, শহিদ পরিবার কল্যাণ সম্পাদক সাফফাত নিজাম বাপ্পী, নির্বাহী সদস্য আশরাফুল হক নিশান, এ. কে এম তারেক ও সেলিনা আক্তার খান উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন শহিদ সন্তান হারুন আল রশীদ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর