টাঙ্গাইলের সখীপুর-ঢাকা সড়কে খানাখন্দে দুর্ভোগ চরমে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে বাস, ট্রাক, পিকআপ, সিএনজিসহ বিভিন্ন যানবাহন। বর্ষার শুরু থেকেই এ দুর্ভোগ পোহাচ্ছে বলে জানায় স্থানীয় পথচারী ও যানবাহনের যাত্রী সাধারণ।
সরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা-সখীপুর সড়কের বড়চওনা, কালিয়া, কচুয়া বাজার ও পৌর এলাকার খাদ্য গুদামের পাশে অনেক বড় কয়েকটি গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই তা ডোবায় পরিনত হয়। এতে দুর্ঘটনায় শিকার হচ্ছে মালবাহী ও যাত্রীবাহী বাস-ট্রাক।
কচুয়া এলাকার মামুন হায়দার বলেন, প্রতিদিন ট্রাক, পিকআপ ফেঁসে যাচ্ছে। ফেঁসে যাওয়া যানের কারণে সড়কে জ্যাম সৃষ্টি হয়।
সড়ক ও জনপদ বিভাগের মির্জাপুর উপ বিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, খানাখন্দগুলো কয়েকবার ঠিক করা হয়েছে কিন্তু বৃষ্টি হলে আবার পূর্বের মতো হয়। ওই সব জায়গায় আরসিসি ঢালাইকরণের জন্য প্রস্তাব পাঠিয়েছি, আশা করছি অল্প দিনের মধ্যে হয়ে যাবে।
বিডি প্রতিদিন/এএ