বাগেরহাটে ক্ষতিকর রং মিশিয়ে এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণে তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ক্ষতিকর রং মিশিয়ে এবং উৎপাদনের মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অপরাধে কারখানার মালিক খোরশেদ আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ ক্ষতিকর রং মেশানো আইসক্রিম ধ্বংস করা হয়। এ ছাড়াও পুনরায় ওই প্রতিষ্ঠান গুলো ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
বিডি প্রতিদিন/এএ