নাটোর থেকে অপহরণ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক নারীকে উদ্ধার করেছে র্যাব। অপহরণ ও প্রচারের অভিযোগে মো. শাজাহান (৩০) এবং কবির হোসেন (৩৮) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, নাটোর সদর থানার একটি অপহরণ মামলার সূত্র ধরে নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার র্যাব-৬ যশোর ক্যাম্পের সহযোগিতায় গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সাতক্ষীরা জেলার কলোরোয়া থানাধীন সীমান্তবর্তী সোনাবাড়িয়া এলাকা হতে অপহৃতকে অপহরণ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ অপহরণ চক্রের মূলহোতা শাহজাহান এবং কবির হোসেনকে গ্রেফতার করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল