বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী দুমকি উপজেলা শাখা ও সরকারি জনতা কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানভীর আরিফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখা ও সরকারি জনতা কলেজ শাখার কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখা ও সরকার জনতা কলেজ শাখার সভাপতি/সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের আগামী তিনদিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।
বিডিপ্রতিদিন/কবিরুল