রাজবাড়ীর পাংশায় সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার প্রেমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।
কর্মী সমাবেশে সরিষা ইউয়িনের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ওয়ার্ডের দলীয় সাংগঠনিক অবস্থা তুলে ধরেন। ইউনিয়নে ব্যাপক উন্নয়নে হয়েছে বলে জানান বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তা পাকাকরণসহ হাট বাজারের আরও উন্নয়ন দরকার বলে জানান নেতাকর্মীরা।
কর্মী সমাবেশে ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীসহ কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের কারণে কর্মী সমাবেশ জনসভায় রূপ নেয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ