১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:০৩

গাজীপুরে শিয়ালের কামড়ে আহত ১০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শিয়ালের কামড়ে আহত ১০

প্রতীকী ছবি

গাজীপুরে শিয়ালের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৭টার দিকে মহানগরীর সদর থানাধীন চাঁনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ৪জনের নাম পাওয়া গেছে। তারা হলেন চাঁনপাড়া এলাকার মাসুম (১৯), মৃদুল (১৭), তুষার (২০) ও সুজন (২০)।

আহতরা ও প্রত্যক্ষদর্শী স্থানীয় মোশারফ হোসেন বলেন, রাত ৭টার দিকে একটি শিয়াল জঙ্গল থেকে হঠাৎ বের হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আবার জঙ্গলে লুকিয়ে যায়। এভাবে শিয়ালটি অন্তত ৮/১০জনকে কামড়িয়ে রক্তাক্ত জখম করেছে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যায়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জয়রাজ হোসেন জানান, শিয়ালে কামড়ানো রোগীদের মধ্যে এ হাসপাতালে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর