কক্সবাজার টেকনাফের নতুন পল্লানপাড়ায় অভিযান চালিয়ে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে র্যাব-১৫।
উদ্ধারকৃত ওই কিশোর হলেন-টেকনাফ সাবরাং ইউনিয়নের ৬নং নোয়াপাড়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ একরাম (১৭)।
কক্সবাজার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-১৫ কক্সবাজার এর আভিযানিক দল জানতে পারে গত ১১ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে মোহাম্মদ একরাম (১৭) টেকনাফ পাইলট স্কুল মাঠে ফুটবল খেলা দেখার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। তাই তার বাবা টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন। একই দিন বিকালে অজ্ঞাত অপহরণকারী পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানার পর থেকে অপহৃতকে উদ্ধারে তৎপরতা বাড়ায় র্যাব-১৫। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত কিশোরকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম