নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ‘ফান্ড আওয়ার ফিউচার’ শিরোনামে জলবায়ু ধর্মঘট হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় একশনএইড’এর সহযোগিতায় এক্টিভিস্টা, এসএইচবিও এবং নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সসহ কয়েকটি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা এ ধর্মঘটে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ‘জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবি ও জনগণকে সচেতন করতে এই ধর্মঘট পালন করা হয়েছে। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই প্রকল্প ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার আহ্বান জানান।
ধর্মঘট চলাকালীন অংশগ্রহণকারী তরুণরা জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবিতে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। পৃথিবীকে জলবায়ু সংকট থেকে বাঁচিয়ে তোলার নানা আকুতি তুলে ধরা হয় প্ল্যাকার্ডে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি ও জলবায়ু সুবিচারসহ নানা স্লোগানও লেখা হয় প্ল্যাকার্ডে।
কর্মসূচিতে বক্তব্য দেন এসএইচবিও’এর সভাপতি ফাহিদা সুলতানা, সাইবার ওয়ারিয়র্সের সভাপতি সাইদুর রহমান রায়হান, এসএইচবিওর সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ