জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শ্যামপুর বাজারের পাশে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ্ মিয়া (৩০) মেলান্দহ পৌরসভার চাকদহ চরপাড়া এলাকার আইনাল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জামালপুর থেকে আসা দেওয়ানগঞ্জগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ মিয়া গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আব্দুল্লাহ মিয়াকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পেশায় বেকারি শ্রমিক ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ