গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদী থেকে পলিথিনে মোড়ানো একটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকশুকুরগাড়ী এলাকার নলেয়া নদী থেকে অর্ধগলিত ভ্রূণটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বিকেলের দিকে এলাকার কয়েকজন জেলে নলেয়া নদীতে মাছ ধরতে যায়। এসময় তাদেরই একজনের জালে পলিথিনের মধ্যে লাল কাপড়ে মোড়ানে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগটি খুলে ভেতরে অর্ধগলিত একটি ভ্রূণ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে ভ্রূণটি উদ্ধার করে পুলিশ।
মানব ভ্রূণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার।
তিনি বলেন, ভ্রূণটির বয়স আনুমানিক ৪-৫ মাস হবে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে কেউ গর্ভপাত করে ভ্রূণটি নদীতে ফেলে দিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল