নোয়াখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনীর শিকার হয়েছেন অপর এক যুবক।
শুক্রবার রাতে কবিরহাট উপজেলায় ধানসিঁড়ি ইউনিয়নের চৌকিদার দোকানের পাশে এ ঘটনা ঘটে। অটোরিকশা চালককে ঢাকায় এবং গণপিটুনীর শিকার যুবককে নোয়াখালীতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মো. রুবেল নামে এক যুবক তাঁর অটোরিকশা নিয়ে আব্দুল্লাহ মিয়ার হাট কলেজ রোড দিয়ে যাচ্ছিলেন। স্থানীয় চৌকিদার দোকানের পাশে দুই যুবক তাঁর গলায় ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রুবেলের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ছিনতাইকারী সন্দেহে সুলতান আহম্মদ ছোটন নামে এক যুবককে ধরে গণপিটুনী দেয়। তাঁর সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়।
অটোরিকশাচালক মো. রুবেল কবিরহাট উপজেলার পশ্চিম রাজুরগাঁও গ্রামের ফখরুল ইসলামের ছেলে। গণপিটুনীর শিকার সুলতান ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ার হাটের প্রয়াত মো. হানিফের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অটোরিকশাচালক ও গণপিটুনীর শিকার যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে রাতেই অটোরিকশাচালক রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গণপিটুনীর শিকার সুলতানকে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অপর সহযোগীকে ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় কবিরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন